এবার এক গৃহস্ত বাড়িতে গাঁজা গাছ কেটে ধ্বংস করল বেলডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলডাঙ্গার বেগুনবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাপি দত্তের উদ্যোগে তার কয়েকজন সহকর্মী মিলে বেলডাঙা থানা এলাকার আনন্দনগরে একটি গৃহস্থ বাড়িতে গাঁজার গাছ কেটে ধ্বংস করল, পুলিশ সূত্রে জানা যায় প্রায় ৪০-৫০ টি বড় গাঁজার গাছ রয়েছিল ওই বাড়িতে । গৃহস্থ বাড়ির গৃহকর্তা জানান তারা নাকি জানতেনই না ওটা গাজার গাছ , বেলডাঙ্গা থ