বর্ধমান ১: শহর বর্ধমানের কাঞ্চন নগরে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের জন্য SIR নিয়ে চিন্তিত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের জন্য SIR নিয়ে চিন্তিত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। হাতেগোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা SIR ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া ৪ ই ডিসেম্বর তারপরেই শেষ। তার মধ্যেই বর্ধমানের নবনীড় বৃদ্ধাশ্রমের মা বাবাদের ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়া নিয়ে চিন্তিত রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি শুক্রবার দুপুর দুটোয় জানিয়েছেন এই বৃদ্ধাশ্রমে ৭৪ জন বৃদ্ধ মা বাবারা রয়েছেন তাদের ছেলে মেয়ে কেউ নেয়।