ঝালদা ২: এডস প্রতিরোধে লোক শিল্পীদের সচেতনতামূলক অনুষ্ঠান হল ঝালদা ২ ব্লকের কচাহাতু সুস্বাস্থ্য কেন্দ্রে
এইডস রোগের কারণ এবং মারাত্মক এই মারণব্যাধি থেকে কিভাবে দূরে থাকা যায় সে সম্পর্কে আজকে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হল ঝালদা ২ নম্বর ব্লকের কোচাহাতু সুস্বাস্থ্য কেন্দ্রে । ঝালদা দু'নম্বর ব্লক পরিচালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।