পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া এলাকায় জাড়া পরিবার জনকল্যন সোসাইটির উদ্যোগে লোক সংস্কৃতি উৎসব ও মেলার আয়োজন। এই মেলা ২১ তম বর্ষে পদার্পণ করল, ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলার অনুষ্ঠান। আজ মেলার শুভ উদ্বোধন হলো বিকেল সাড়ে চারটা নাগাদ। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ জাড়া পরিবার জনকল্যন সোসাইটির সদস্য রা।