মৃত ছোট ভায়ের শেষকৃত্যতে যাবার পথে ছেলের বাইক থেকে পরে নিহত হলেন এক মহিলা। মৃত মহিলার নাম ছবিতা দে বয়স ৬৯ বছর, বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার সুকান্ত পল্লীতে। মৃতের পরিবার সূত্রে জানা যায় যে তার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি পহেলা জানুয়ারী বিকালে ছেলের বাইকে চড়ে বর্ধমান থেকে গড়বেতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, মাঝপথে গড়বেতা থানার সন্ধিপুর এলাকায় সন্ধ্যে সাড়ে ৬ টার সময় রাস্তায় একটি হাম্পে ছেলের বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।