বর্ষ বরনে বাপের বাড়ি আসা সদ্য বিবাহিত গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য করনদিঘির বুধরায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত গৃহবধুর নাম রবিতা সিংহ, বয়েস আনুমানিক ১৮ বছর, বাপের বাড়ি করনদিঘির বুধরা এলাকায়। পরিভারের দাবী ক'দিনি আগেই মেয়ের বিয়ে দেওয়া হয়। ইংরাজী বর্ষবরণ ঘিরে স্বামী সহ বাপের বাড়িতে এসেছিলেন গৃহবধু। শনিবার সকালে আচমকাই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।