কালনা থানার অন্তর্গত বন্দেবাজ এলাকায় চাকরি না পেয়ে মানসিক অবসাদ রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। মৃত যুবকের নাম সন্তু বিশ্বাস (৩১). বাড়ি কালনার বন্দেবাজ এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে ইংলিশে অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করেছিলেন। এছাড়াও ছিল অনেক অন্য ডিগ্রীও। চাকরি না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, আর যার জেরেই এই কান্ড ঘটিয়েছে ওই যুবক বলে দাবি মৃতর পরিজনেদের। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় কালনায়