রঘুনাথপুর ১: চিনপিনা গ্রামে চোর সন্দেহে মারধরের অভিযোগ,ঘটনায় গ্রেফতার১০,তোলা হল আদালতে,৩জনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের
শনিবার রাতের অন্ধকারে পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার চিনপিনা গ্রামের কাছে চোর সন্দেহে তিন ব্যক্তিকে ব্যাপক মারধরের ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। তাদের রঘুনাথপুর থানার পুলিশ উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এরপরই পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত ১০ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের সোমবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10জনের মধ্যে কৃষ্ণ বাউরি,চিন্ময় বাউরি,ও প্রশান্ত বাউরিকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।