বিয়ের বাজার করতে এসে দামি বেনারসি শাড়ি টোটো তে ফেলে চলে গিয়েছিলেন যুগল। অতঃপর সেই শাড়ি নিয়ে দু সপ্তাহ ধরে হন্যে হয়ে মালিককে খুঁজে চললেন টোটো চালক শেখ হাবিল। দু সপ্তাহ পর টোটো ইউনিয়নের অফিসে শাড়ির মালিকের সন্ধান পেয়ে তুলে দেওয়া হল শাড়ি। ধন্যবাদ পেলেন টোটো চালক ও টোটো ইউনিয়ন নেতা।