বৃহস্পতিবার বেলা একটা নাগাদ মাথাভাঙা সারদা শিশু তীর্থের পক্ষ থেকে বিদ্যা আরম্ভ সংস্কার যজ্ঞ অনুষ্ঠিত হলো সারদা শিশু তীর্থে । ওই যজ্ঞা অনুষ্ঠানের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাধন কুমার পাল চন্দন কুন্ডু , বিনয় বর্মন স্বপন সিংহ সহ বিভিন্ন ছাত্র-ছাত্রী অভিভাবকগণ। জানা গেছে মূলত শিক্ষার আরম্ভের পূর্বে এই যজ্ঞ করে শিক্ষা শুরু করা হয়। ঐদিন সেখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।