এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ফের তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার বিকেল চারটেয় পূর্ব বর্ধমানের গলসি ১নং ব্লকে পরিদর্শনে এসে তিনি সরাসরি অভিযোগ তুললেন বিজেপি এবং তাদের বি-টিম নির্বাচন কমিশনের নামে। এসআইআর এর আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার খেলা শুরু করেছে তারা। এটা বাংলার মানুষ কোনওদিন সফল হতে দেবে না। এদিন গলসি বিধানসভার বিধায়ক কার্যালয়ের ওয়ার রুমে বৈঠক করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি