ভারী বর্ষায় যাতে জাতীয় সড়কে জল না জমে তা নিশ্চিত করতে জাতীয় সড়কের ধারেই কাটা হয় পুকুর কিংবা নয়ানজুলি। এরকমই একটি পুকুর ফের ভরাটের অভিযোগ উঠল মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায়। স্থানীয় একটি পূজা কমিটি কারুর কোনো অনুমতি ছাড়াই এই জলাশয়টি ভরাট করে দিচ্ছে বলে অভিযোগ। আজ বুধবার বেলা প্রায় তিনটে নাগাদ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অভিযোগ কার্যত স্বীকার করেও নিয়েছেন পূজা কমিটির এক সদস্য।