লংথরাই ভ্যালি: ছাওমনুতে তিপ্রা মথার র্যালি ও বাজারসভা: বিজেপির ৩৮ পরিবারের যোগদান
ছাওমনুতে তিপ্রা মথার র্যালি ও বাজারসভা: বিজেপির ৩৮ পরিবারের যোগদান আজ সকালে (১১ ঘটিকায়) ধলাই জেলার ছাওমনুতে তিপ্রা মথা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্বর্ধনা র্যালি বের হয়। র্যালির পর একটি বাজারসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ৫ নং কেন্দ্রের এমডিসি হংসকুমার ত্রিপুরা, হলিউড চাকমা, বিহারী বৈষ্ণব, মোহন লাল চাকমা, মায়াবতী চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।