গত বৃহস্পতিবার দুপুরে বেতাই হাই স্কুলের সামনে একজন চপ বিক্রেতা মধুর চক্র চালান এই অভিযোগে এলাকার ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন,এই বিষয়ে শুক্রবার বিকেল তিনটের সময় বেতাই বাজারের একজন ব্যবসায়ী দেবা বিশ্বাস তেহট্টে দাঁড়িয়ে জানালেন, বেতাই হাই স্কুল এলাকায় অসামাজিক কাজকর্ম মেনে নেওয়া যায় না।