"রাতের মধ্যেই মেদিনীপুরের কুইকোটার নির্মীয়মান কালভার্টের স্থানে বসে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়া হবে।"-বৃহস্পতিবার দুপুরে অবরোধস্থলে গিয়ে প্রতিশ্রুতি দিলেন পৌর প্রধান সৌমেন খান ও কাউন্সিলর মিতালী ব্যানার্জি। বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেন প্রতিশ্রুতি দিয়ে।