বোনকে কটুক্তি করবার প্রতিবাদে দাদাকে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত শলপ পাকুরিয়া এলাকায় রবিবার আনুমানিক চারটে নাগাদ এক তরুণী রাস্তা দিয়ে যাবার সময় তখনই মধ্যপ অবস্থায় এক ব্যক্তি তার রাস্তা আটকায় এবং তাকে খুব প্রস্তাব দেন এবং কটুক্তি করেন এই ঘটনার দেখে প্রতিবাদ করে ওই তরুণীর দাদা এবং ওই ব্যক্তি এবং তার এক সঙ্গী তার দাদাকে রাস্তায় ফেলে বেদারক মারধর করে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে ডোমজু