নারায়ণগড়: খুড়শিতে সংগঠনের প্রয়াত নেতৃত্বের স্মরণসভা আয়োজিত হল
গত কয়েকদিন আগে বাখরাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন গণআন্দোলনের অন্যতম নেতৃত্ব এসইউসিআই কমিউনিস্ট দলের আবেদনকারী সদস্য ক্ষুদিরাম সিং। আর শুক্রবার এসইউসিআই কমিউনিস্ট নারায়ণগড় চার নম্বর লোকাল কমিটির উদ্যোগে তার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় । এই স্মরণ সভায় স্মৃতিচারণ করেন প্রধান বক্তা এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পঞ্চানন প্রধান।