বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম বাগান পাড়ার কাছে আজ ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা যায়, ইশিরা দিক থেকে যাত্রী নিয়ে একটি টোটো বুধিগ্রাম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সেই সময় গাঙ্গেড্ডা এলাকা থেকে দু’জন যুবক একটি মোটরসাইকেলে চেপে বুধিগ্রামের দিকে আসছিলেন। বুধিগ্রাম বাগান পাড়ার কাছে টোটো টিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা মারে টোটোয়। সংঘর্ষের জেরে টোটোতে থাকা এক শিশু ও তার মা গুরুতরভাবে আহত হন। অপরদিকে, বা