রতুয়ার সোলমারি এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে বার্ষিক পুরস্কার বিতরণী ও ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোলমারী শিশু শিক্ষা একাডেমির নামে এই বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয় এবং ফল প্রকাশ করা হয়।