মন্তেশ্বর: ক্লাবের শতবর্ষে ফুটবল টুর্নামেন্ট গন্তারে
রবিবার বিকালে গন্তার মাঠে গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের বাৎসরিক নকআউট ফুটবল টুর্নামেন্ট২০২৫-২৬ এর শুভ সূচনা হলো। জানা যায় ক্লাবের শতবর্ষে ঈশ্বর নিতাই চাঁদ সাহা ঈশ্বর শৈলেন্দ্রনাথ মল্লিক স্মৃতি প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় সাহাপুর ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলে নৈহাটি ফুটবল একাডেমিকে পরাজিত করল। খেলার সেরা নির্বাচিত হয়েছেন কৃষ্ণ মালিক।