নলহাটি ২: C I T Uর ব্লক সমন্বয় কমিটির টোটো চালকদের ডাকে বিভিন্ন দাবি নিয়ে ব্লকের বিডিও কে ডেপুটেশন
নলহাটি দুই নম্বর ব্লকে বিভিন্ন দাবি নিয়ে C I T Uর ব্লক সমন্বয় কমিটির ডাকে বিডিও র নিকট ডেপুটেশন দিলেন টোটো চালকরা। প্রথমে তারা টোটো নিয়ে লোহাপুর থেকে মিছিল করে এসে বিডিও অফিস চত্বরে এসে পৌঁছান। ছয় জনের টোটো চালকদের প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে যান। তাদের দাবি গুলির মধ্যে ১) সরকারের নির্দেশমতো টোটো চালকদের বিনা পয়সায় রেজিস্ট্রেশন করতে হবে ২)নলহাটি ২ নং ব্লক এলাকায় মোড়ে মোড়ে টোটো স্ট্যান্ড করতে হবে ।সহ আরো অনেক দাবি রাখেন।