রামপুরহাট ২: বাড়ির চুরি সামগ্রী উদ্ধার তদন্তে গ্রেপ্তার সেলিম — উদ্ধার পিতলের বাসন মোবাইল
বাড়ির চুরি সামগ্রী উদ্ধার তদন্তে গ্রেপ্তার সেলিম — উদ্ধার পিতলের বাসন ও মোবাইল ১৯ নভেম্বর বদিউজ্জামানের বাড়িতে চুরির ঘটনায় মাড়গ্রাম থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ২৪ নভেম্বর গভীর রাতে সেলিম শেখকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নলহাটির একটি দোকান থেকে পিতলের বাসনপত্র, বালতি ও একটি মোবাইল ফোনসহ চুরি হওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। আরও কিছু চুরি যাওয়া জিনিস মিলতে পারে বলে জানিয়েছে ।