ভগবানগোলা ২: গোপন অভিযানে ধরা সাত জুয়ারি! রাতের অন্ধকারে রানিতলা থানার তৎপরতা, উদ্ধার নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম
মুর্শিদাবাদ, রানিতলা: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কোলান রোমনা পাড়ায় চমকপ্রদ অভিযান চালালো রানিতলা থানার পুলিশ। ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হানা দেয়। চারদিক ঘিরে ফেলতেই হাতেনাতে ধরা পড়ে মোট সাতজন জুয়ারি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ₹৭,৬৫০ টাকা নগদ, সঙ্গে জুয়া খেলার একাধিক সরঞ্জাম। বহুদিন ধরেই ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠছিল। শেষমেশ পুলিশের তৎপরতায় সেই আসরের ও