নলহাটি ১: নলহাটিতে বন্ধ থাকা রেলগেট দিয়ে পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ১ বৃদ্ধার, পাঠানো হলো ময়নাতদন্তে
বন্ধ থাকা রেলগেট দিয়ে পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ১ বৃদ্ধার । ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ৫:৪৫ মিনিট নাগাদ বীরভূমের নলহাটি রেল স্টেশনের কাছে রেলগেটে। মৃত বৃদ্ধার নাম মবিনা বিবি, বয়স আনুমানিক ৬০ বছর, বাড়ি নলহাটি থানার অন্তর্গত কয়থা গ্রামে। রেল পুলিশ সূত্রে জানা গেছে ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ রাখা হয়েছিল। সেই বন্ধ রেলগেট উপেক্ষা করে রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধা।