অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে CPIM পার্টি অফিসে।পাশাপাশি এই পার্টি অফিসেই চলে CPIM দলের বিভিন্ন কাজ।সেন্টারের রান্না হয় পার্টি অফিসের পাশে একটি ছোট্ট চালাঘরে।অন্য আর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে পাড়ার ক্লাব ঘরে।ক্লাবে কোনো অনুষ্ঠান থাকলে বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি। কাটোয়ায় দুই জায়গায় দুই চিত্র ।