আজ মকর সংক্রান্তি। এই দিনে কাতারে কাতারে মানুষ পূর্ণ্য অর্জনে গঙ্গাস্নান করেন। সনাতন ধর্মে বলা হয়েছে এই দিনে গঙ্গায় সান করলে সকল পাপ থেকে মেলে মুক্তি। একই সাথে সূর্যের উপাসনার মাধ্যমে সুস্থতা ও সাফল্য আসে। তাই আজ মকর সংক্রান্তির সকাল থেকেই মালদার ইংলিশ বাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশানে ভিড় জমাতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে আসা পূণ্যার্থীরা।