গত পাঁচ বছরের রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস। এদিন বেলা বারোটা নাগাদ সালকিয়া অরবিন্দ রোড বাজার এলাকায় উন্নয়নের পাঁচালী নামক কর্মসূচি উদ্বোধন হয়।এই কর্মসূচিতে দুটি ট্যাবলো উদ্বোধন করা হয়। এই দুটি ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরবে এমনটাই জানান স্থানীয় বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি গৌতম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা।