নিতুড়িয়া: অন্নপূর্ণা পুজো ঘিরে নিতুড়িয়ার বারুইপাড়া গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপণা,হাজার হাজার মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করলেন
অন্নপূর্ণা পুজোয় মাতলো বারুইপাড়ার গ্রামবাসীরা। পুরুলিয়ার নিতুড়িয়া থানার বারুইপাড়া গ্রামের অন্নপূর্ণা পুজো শতাব্দী প্রাচীন। শনিবার এই পুজো কে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা যায়। এ সময় সংসারে সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে বলে ধারণা গ্রামবাসীদের। তারই আনন্দে মা অন্নপূর্ণার পুজোর প্রচলন হয়ে আসছে শতাধিক বছর ধরে। এদিন সকালে বাদ্য বাজনা সহকারে শোভাযাত্রার মাধ্যমে কুমারীরা বারি নিয়ে আসে।