মুরারই ২: বাংলাদেশের আদালতে জামিন পেলেন বীরভূমের পাইকর এলাকার অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ ছয়জন
আজ বাংলাদেশের আদালতে জামিন পেলেন বীরভূমের পাইকর এলাকার অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ ছয়জন। বাংলায় কথা বলার অভিযোগে দিল্লি পুলিশ তাঁদের ২৬ জুন অসম সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পুশব্যাক করেছিল। বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁরা বাংলাদেশে গ্রেফতার হন এবং ছ’মাস ধরে জেলে বন্দি ছিলেন। কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে সোনালিকে ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে সুপ্রিম কোর্টও কেন্দ্রকে তীব্র ভৎসনা করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয়।