রবিবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের মহিষকুচি 1 গ্রাম পঞ্চায়েতের মহিষ কুচি এলাকায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এমনটাই জানান ব্লক যুব সভাপতি মহেশ বর্মন। তুফানগঞ্জ দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলোয় বাড়ছে নেশায় আসক্তীকরণের সংখ্যা। যার ফলে বাড়ছে অপরাধ। এর বিরুদ্ধেই প্রচারে নামবেন আগামী ১২ই জানুয়ারি থেকে ।