শীতলকুচি: আমলার ডাঙ্গা এলাকায় পুরোনো বিবাদের জেরে গাড়ির চাবি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
বুধবার শীতলকুচি ব্লকের ভাঐরথানা অঞ্চলের আমলারডাঙ্গা এলাকায় পুরনো বিবাদের জেরে গাড়ির চাকি দিয়ে আঘাত করা অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, আমলারডাঙ্গা এলাকার চন্দন বর্মন ও প্রতিবেশী স্বপন বর্মনের মধ্যে পুরোনো কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। অভিযোগ, সেই সময় স্বপন বর্মন চন্দন বর্মনের পেটে গাড়ির চাবি দিয়ে আঘাত করে। স্থানীয়রা হয়তো ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিকতা নিয়ে আসে। এই ঘটনায় একজন কে আটক করছে পুলিশ।