পাড়া: বদলি হলেন সাঁওতালডি থানার IC শ্রী সুদীপ চক্রবর্তী, নতুন IC হিসেবে আসছেন শ্রী মিঠুন কুমার সার
Para, Purulia | Nov 27, 2025 বদলি হলেন পুরুলিয়ার সাঁওতালডি থানার আই সি শ্রী সুদীপ চক্রবর্তী। গতকাল রাতে রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁওতালডি থানার আই সি শ্রী সুদীপ চক্রবর্তী কে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোর্ট ইন্সপেক্টরের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এবং সাঁওতালডি থানার নতুন আই সির দ্বায়িত্বে আসছেন শ্রী মিঠুন কুমার সার।