রবিবার এই সাধারন সভা অনুষ্ঠিত হয় পলিকা মনস্কামনা কালী মন্দির প্রাঙ্গণে। সেখানেই গত বছরের পুজোর আয়-ব্যয়ের হিসাব সহ এবারে পূজো উপলক্ষে যে স্নানের মেলা হয় সেখানে আগত পুনার্থী এবং দর্শনার্থীদের সুবিধা অসুবিধা, বিদ্যুৎ, জল সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।