নলহাটি ২: বিহারে বিজেপির ভালো ফল করায় ভদ্রপুর গ্রামে বিজেপির বিজয় মিছিল, উপস্থিত জেলা সম্পাদক
নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে হাসন এক মন্ডল ও হাসন দুই মণ্ডলের সকল নেতৃত্ব কর্মীদের নিয়ে বিজেপির বিজয় মিছিল। গতকাল বিহারে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি।সেই জয়লাভের আনন্দে গেড়ুয়া আবির,পথ চলতি সকল মানুষকে লাড্ডু বিলি করে মহাধুমধাম করে বিজয় মিছিলের শোভাযাত্রা বের করা হয় ।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন হাসন ওয়ান ও হাসন দুই মন্ডলের মণ্ডল সভাপতিরা,সকল কার্যকর্তারা ও বহু কর্মী সমর্থকরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মলয় অধিকারী।