ক্যানিং ১: বাইক প্রেমীদের জন্য সুখবর, ক্যানিং বাসস্ট্যান্ডে লঞ্চ হল ইয়ামাহার নতুন বাইক
ইয়াহামার নতুন বাইক লঞ্চ হল ক্যানিং বাসস্ট্যান্ডে। বিশ্বের মধ্যে অন্যতম সেরা বাইক প্রস্তুতকারক জাপানি কোম্পানি ইয়ামাহা এবার তাঁদের নতুন একটি বাইক বাজারে নিয়ে এসেছে। চল্লিশ বছর আগের বাজার কাঁপানো আর এক্স হান্ড্রেড মডেলের আপডেট ভারসান এক্সএসআর ১৫৫ বাজারে লঞ্চ করল তাঁরা। আগেই দেশের অন্যান্য দু একটি রাজ্যে এই বাইক লঞ্চ করেছে ইয়ামাহা। এবার পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ে প্রতীক অটোমোবাইলের হাত ধরে সেই বাইকের পর্দা উন্মোচন হল। সোমবার সন্ধ্যায় এই বাইকের পর