দুবরাজপুর: দুবরাজপুরে ফাঁস নকল নম্বর প্লেট চক্র! রাহুল রেডিয়াম সেন্টারে হানা, মেশিন–হার্ডডিস্কসহ ধৃত যুবক
দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে রাহুল রেডিয়াম সেন্টার থেকে বেআইনি ভাবে গাড়ির নম্বর পাঞ্চ করার অভিযোগে শেখ রাহুলকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ। অভিযানে নম্বর পাঞ্চ মেশিন, কয়েকটি নম্বর প্লেট ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে।