দলের সব তথ্য কেড়ে নিতে ED আইপ্যাকের অফিসে তল্লাশি চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহর বর্ধমানের তেলিপুকুর মোড় ১৯ নম্বর জাতীয় সড়কে বসে আগুন জ্বালিয়ে আন্দোলনে নামলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। এদিন বিকেলে তেলিপুকুর মোড় উনিশ নম্বর জাতীয় সড়কে রাস্তার মাঝে বসে পরে রাসবিহারী হালদার এবং টায়ার জ্বালিয়ে আন্দোলনে সামিল হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।