সোমবার প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শীতলকুচি ফায়ার ব্রিগেড সংলগ্ন রাজ্য সড়কের এম্বুলেন্সের ধাক্কায় জখম হন এক বাইসাইকেল আরোহী। সেই বাইসাইকেল আরোহী কে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কোচবিহারের রেফার করা হয়। কোচবিহারে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা যায় ওই ব্যক্তির নাম ছকর মিয়া,বয়স 60 বছর।