জামবনি: কেন্দ্র সরকারের হয়রানির প্রতিবাদে চিল্কীগড় বাজারে জামবনি ব্লক যুব তৃণমূলের "বাঁধো জোট" প্রতিবাদ মিছিল, উপস্থিত বিধায়ক
কেন্দ্রের বিজেপি সরকার মিথ্যাচার, স্বৈরাচারী এবং এসআইআর এর নামে গ্রাম বাংলার সাধারণ মানুষকে হয়রানি স্বীকার করছে। মঙ্গলবার দুপুরে এই অভিযোগ তুলে জামবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চিল্কীগড় বাজারে বাঁধো জোট নামের প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। চিল্কীগড় বাজার থেকে শুরু করে পুরো চিল্কীগড় গ্রাম পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল।