সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ‘মীরা মা সম্প্রীতি উপহার’ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে আজ দুপুর বারোটা নাগাদ ২৫৮৯তম উপহার প্রদান করা হল চারজন নববধূর হাতে। রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি এই উদ্যোগের মাধ্যমে চার কন্যার বিবাহ উপলক্ষে তাঁদের হাতে একটি করে বেনারসি শাড়ি ও নগদ ৫,০০০ টাকা করে তুলে দেন।