সাঁওতালডি টি পি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো। আজ শনিবার সকাল দশটা নাগাদ পতাকা উত্তোলন করে শুভ উদ্বোধন করা হলো। তার পরে বিভিন্ন ধরনের ক্রিড়া যেমন দৌড়,লঙ্গ জাম্প,হাই জাম্প, বস্তা দৌড়,অঙ্ক দৌড়, ব্যালেন্স রেস সহ ইত্যাদি ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজ