পুরুলিয়া ২: হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পেভার ব্লক বসানোর কাজ শুরু হল হুটমুড়া বড় মসজিদ চত্বরে
স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকে বেভার ব্লক বসানোর কাজ শুরু হল পুরুলিয়ার ২ নম্বর ব্লকের হুটমুড়া বড় মসজিদ চত্বরে । পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকূল্যে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে কাজটি রূপায়ণের দায়িত্বে পেয়েছে হুটমুড়া গ্রাম পঞ্চায়েত ।