নলহাটি ২: ভদ্রপুরে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন ডাক্তার অশোক চ্যাটার্জী
নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা অর্থাৎ SIR ক্যাম্প পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী। এলাকার BLA ও বুথ সভাপতি ও নেতৃত্বদের নিয়ে বৈঠকো সারেন। বৈঠকে SIR ফর্ম পূরণ সহ আরো অনান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির অন্যতম সদস্য ও দলের সাধারণ সম্পাদক আবু জাহের রানা, অঞ্চল সভাপতি শুভাশীষ ভট্টাচার্য, BERS.