বর্ধমান ২: রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক বন্ডুল দুই পঞ্চায়েতের সামন্তী গ্রামে
রাস্তাশ্রী ও পথশ্রে প্রকল্পের রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমানের বর্ধমান দুই ব্লকের বন্যুল দুই গ্রাম পঞ্চায়েতে সামন্তী গ্রামে আজ এই নির্মাণ শুরু হয়েছে বলে জানিয়েছে বিধায়ক বিধায়ক সহ এলাকা জনপ্রতিনিধি ব্লক নেতৃত্বরা সকলে উপস্থিত থেকে এবং সাধারণ মানুষজনের উপস্থিতির মধ্য দিয়ে ফিতে কেটে কেটে এবং নারকেল ফাটিয়ে এই রাস্তার উদ্বোধন করা হয় দীর্ঘদিনের অবসান হলো বলেই জানিয়েছে এলাকার বাসিন্দারা।