বেলডাঙা ২: বাবরি মসজিদ প্রসঙ্গে বড় ঘোষণা হুমায়ুনের,তৈরি হবে মুসাফিরখানা হাসপাতাল ও স্থায়ী হেলিপ্যাড জানালেন আজ রেজিনগরে
বেলডাঙায় বাবরি মসজিদের পাশাপাশি একটি মুসাফিরখানা ও তার পাশাপাশি হাসপাতাল এবং স্থায়ী হেলি প্যাডের নির্মাণ করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা রেজিনগরের বাসিন্দা হুমায়ুন কোভির। এদিন এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিনি,এতে উপকৃত হবে আপামর মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেলডাঙ্গা ২ পার্শ্ববর্তী জেলার নদীয়া সহ একাধিক এলাকার সাধারণ মানুষ, এবং মুর্শিদাবাদের যে সকল মানুষ ভ্রমণ করতে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্তই এই মুসাফির খানের নির্মাণ হব