বলাগরের একটি ভবনে সাংগঠনিক বৈঠক করলো তৃণমূল, উপস্থিত ছিলেন বিধায়ক। আজ সোমবার সভার শেষে সন্ধ্যা সাতটা নাগাদ ব্লক তৃণমূল সুত্রে জানা যায় এদিন হুগলির বলাগর বিধানসভার বলাগরের একটি ভবনে এই সাংগঠনিক বৈঠক করে তৃণমূল। এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র জেলা পরিষদের সদস্য পূজা ধর কর্মকার সহ বলাগর বিধানসভার তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা মূলত বঙ্গবাসির ভোটাধিকার রক্ষার স্বার্থে আগামী ২০২৬ এ নির্বাচনের আগে,,