ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে এবং সমাজের ন্যায্য অধিকার অর্জন ও সুরক্ষিত করার দাবিতে খারওয়ার সমাজের ডাকে বান্দোয়ানে অনুষ্ঠিত হলো এক সামাজিক জনসভা।রবিবার বেলা ১২ টা থেকে বান্দোয়ান চেকপোস্ট শালতল মাঠে খারওয়ার সমাজ বিকাশ কল্যান সমিতি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন খারওয়ার সমাজের সর্বভারতীয় কেন্দ্রীয় সভাপতি দর্শন গঞ্জু,পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বিকাশ চন্দ্র দেসোয়ালী।