আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার সমস্ত নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সুতি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। রবিবার বিকেলে বিধায়ক জানিয়েছেন, এদিন দলীয় সাংগঠনিক শক্তি আরও মজবুত করার উপর জোর দেওয়ার হয়।