ইলামবাজার: ইলামবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দারান্দা হাইস্কুলে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন করা হয়
ইলামবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দারান্দা হাইস্কুলে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি মহাসমাররোহে উদযাপন করা হয় বিকাল ৫টা নাগাদ। বিরসা মুন্ডার ছবিতে শ্রদ্ধার সাথে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বীরভূম জেলা মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য সহ অগণিত সাধারণ মানুষ।