গঙ্গাজলঘাটি: মাত্র ৩৫ বছর প্রয়াত হয়ে যাওয়া স্বামীর চাকরিতে নিয়োগ করার দাবি জানিয়ে বড়জোড়া বিধায়ক উপস্থিতিতে বিক্ষোভ স্ত্রী
জমারদার গ্রামের বাসিন্দা আশীষ পাল TRANS DAMODAR COLLIERY তে দীর্ঘ 14 বছর ধরে কর্মরত,হঠাৎ শারীরিক অসুস্থতার কারনে BSNCH ভর্তি হয় এবংপ্রয়াত হোন 35 বছর বয়সে।তার পরিবার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তাই যাতে আশীষ পালের স্ত্রী কে ওই চাকরি তে নিয়োগ করা হয়, তাই INTTUC শ্রমিক সংগঠন এর নেতৃত্বে একটি প্রতিবাদ আন্দোলন কর্মসূচি করা হয় বড়জোড়া বিধায়ক উপস্থিতিতে।